আপনারা অনেকেই পাসপোর্ট করতে কি কি লাগে তা জানেন না আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ পাসপোর্ট করতে কি কি লাগে এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত একটি দেশের সরকারকর্তৃক জারি করা হয়। এটি আন্তর্জাতিক ভ্রমনের সময় বাহকের জাতীয়তা ও পরিচয় প্রত্যয়িত করে। পাসপোর্ট করতে কি কি লাগে? একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে। যা একটি দেশে কর্মসংস্থান গড়ে তোলার জন্য পাসপোর্ট তৈরি করতে হয় পাসপোর্ট পাসপোর্ট একজন ব্যক্তির পরিচয় পত্র যা প্রদান করে ওই দেশের সরকার যে দেশে কর্মসংস্থান গড়ে তোলা হয়। পাসপোর্ট করতে কি কি লাগে? সাধারণত পাসপোর্ট করতে বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হয়। কিন্তু কিছু কাগজপত্র আছে যা অবশ্যই পাসপোর্ট করার জন্য গুরুতবপুর্ন। নিচে পাসপোর্ট করতে কি কি লাগে তা নিচে দেওয়া হলো-
- অনলাইনে আবেদনের Application Summery;
- অনলাইন আবেদনের Registration Form;
- জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ফটোকপি (বয়স ২০ এর বেশি);
- ইংরেজি জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ফটোকপি (বয়স ২০ এর কম);
- পাসপোর্ট ফি পরিশোধের A Challan;
- NOC অথবা GO (সরকারি চাকরীজীবিদের জন্য)
- নাগরিক সনদের (নতুন পাসপোর্টের জন্য);
- পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের কপি (শিশুদের ক্ষেত্রে আবশ্যিক)।
পাসপোর্ট আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয়। তা হলো-
- পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি ও অরিজিনাল পাসপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে);
- পেশাগত সনদের ফটোকপি বা চাকুরীর আইডি কার্ড (পেশাজীবির ক্ষেত্রে- যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক, আইনজীবি);
- নাগরিক সনদ/ চেয়ারম্যান সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঠিকানার প্রমাণপত্র/ ইউটিলিটি বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
- 3R Size ছবি Lab Print, Gray Background (৬ বছর বয়সের কম শিশুদের ক্ষেত্রে);
- পাসপোর্ট হারানোর জিডি কপি (পাসপোর্ট হারিয়ে গেলে)।
১ থেকে ৬ বছর বাচ্চাদের ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
নিচে ১ থেকে ৬ বছর বাচ্চাদের ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র তা দেওয়া হলো-
- অ্যাপয়েন্টমেন্ট পেজ {১ পাতার প্রিন্ট কপি}
- ই পাসপোর্ট এর অনলাইনের আবেদন কপি {৩ পাতার প্রিন্ট কপি}
- পাসপোর্ট ফি প্রদানের স্লিপ (মূল কপি)
- জন্ম নিবন্ধন সনদ (ইংরেজি ভার্সন)
- বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
- নাগরিক সনদপত্র
- মা এবং বাবার NID এর ফটোকপি (মেইন কপি দেখতে চায়)
- ৩ আর (3R Size) সাইজের (ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড) ছবি
- পিতা এবং মাতার দুটি পাসপোর্ট সাইজের ছবি
- পেশা ডিপেন্ডেন্ট দিবেন তাহলে পেশা প্রমান করার জন্য কোন কাগজপত্র লাগবে না
১৫ থেকে ১৮ বছরের কম হলে নতুন পাসপোর্ট করতে কি কি লাগে
নিচে ১৫ থেকে ১৮ বছরের কম হলে নতুন পাসপোর্ট করতে কি কি লাগে তা দেওয়া হলো-
- অ্যাপয়েন্টমেন্ট পেজ {১ পাতার প্রিন্ট কপি}
- ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
- পাসপোর্ট ফি প্রদানের স্লিপ (মূল কপি)
- বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
- জন্ম নিবন্ধন সনদ (ইংরেজি ভার্সন)
- মা এবং বাবার এনআইডির ফটোকপি (মেইন কপি দেখতে চায়)
- পিতা এবং মাতার ২ টি পাসপোর্ট সাইজের ছবি
- মা-বাবা না থাকলে একজন বৈধ অভিভাবকের ছবি দিতে হবে
- পেশা প্রমাণের কাগজ
২০ বছরের কম যাদের NID Card হয়নি
যাদের বয়স কম বা বিশ তারা অনেকেরই এন আইডি কার্ড বের হয়নি। এক্ষেত্রে আপনারা যারা এমন পরিস্থিতির স্বীকার তারা তাদের জন্ম নিবন্ধন দিয়ে চাইলেই পাসপোর্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার কিছু তথ্যাদি জমা দিতে হবে। তা নিচে ২০ বছরের কম যাদের NID Card হয়নি তা দেওয়া হলো-
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ও এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- পেশা ছাত্র ছাত্রী হলে Student ID / Certificate
আরও পড়ুনঃ ওষুধ ছাড়াই ডায়াবেটিস কমানোর উপায় 2023
শেষ কথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ পাসপোর্ট করতে কি কি লাগে জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।