ওয়ালটন এয়ার কুলার দাম 2023 | Walton Air Cooler Price 2023

Rate this post

আপনারা অনেকেই স্থায়ীভাবে ওয়ালটন এয়ার কুলার দাম 2023 তা জানেন না আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ  স্থায়ীভাবে ওয়ালটন এয়ার কুলার দাম 2023 এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

ওয়ালটন এয়ার কুলার দাম 2023

গ্রীষ্মকালে প্রচন্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত। এই গরম থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় হচ্ছে বাড়িতে এসি’র ব্যবস্থা করা। কিন্তু এসি ব্যবহার অপেক্ষাকৃত ব্যয়বহুল। যার ফলে খরচের সঙ্গে পাল্লা দিয়ে অনেকেই কুলিয়ে উঠতে পারেন না। তাই এমতাবস্থায় যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই এসির পরিবর্তে এয়ারকুলারের কথা ভাবতে পারেন। কম খরচে অসহনীয় গরমে শীতল পরশ পেতে জুড়ি নেই ওয়ালটন এয়ার কুলারের। এয়ার কুলার মূলত একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এটি ইভাপোরেটিভ পদ্ধতিতে স্বাভাবিকের থেকে কম তাপমাত্রার বাতাস দিয়ে থাকে।

এটি ঘরের আর্দ্রতা সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করে। ডিভাইসটিতে থাকে পানি বা বরফ দেওয়ার একটি পাত্র। ওয়ালটন এয়ার কুলার দাম 2023? ট্যাংক হতে পাম্পের সাহায্যে হানিকোম্ব ফিল্টারে পানি ছড়িয়ে দেওয়া হয়। ফিল্টার দিয়ে অতিক্রম সময় বাতাসের তাপ পানি দ্বারা শোষিত হয়। ফলে খুব সহজেই মেলে ঠাণ্ডা বাতাস। এই এয়ার কুলার স্থানান্তরযোগ্য। এক ঘর থেকে আরেক ঘরে নেওয়া যায় সহজেই। যাদের ঘন ঘন বাসা পরিবর্তন করতে হয়, তাদের জন্য সুবিধা। আপনারা যারা এয়ার কুলার কিনতে চাচ্ছেন তারা বাংলাদেশের কোম্পানি ওয়ালটন ইলেকট্রনিক্সের এয়ার কুলার অবশ্যই অন্যান্য এয়ার কুলার থেকে কম দামে পাবেন বলে আশা রাখি। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের জন্য দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন।

এয়ার কুলার দামে সাশ্রয়ী। এটি পরিবেশ বান্ধব। বিদ্যুৎ খরচ কম হয়। সাধারণ এসির চেয়ে ৭০%-৮০% কম বিদ্যুৎ খরচ করে এয়ার কুলার। ইন্সটল করারও ঝামেলা নেই। যেহেতু walton আমাদের দেশীয় প্রতিষ্ঠান এই কারণে আপনি চাইলে অবশ্যই ওয়ালটনের এয়ার কুলার চাইলে কিনতেই পারেন। ওয়ালটন এয়ার কুলার দাম 2023? এটি বিদ্যুৎ সাশ্রয় করে এবং পণ্যটির ওয়ারেন্টি ও গ্যারান্টি দেওয়া ও থাকে। এয়ার কুলারে একটি আটকা কক্ষের ভিতর ফ্যান থাকে এবং পানি রাখার জায়গা থাকে। পানিতে ভেজা ছাকুনির মধ্য দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করে এবং বাতাস বের হয়ে আসার সময় পানিকে সমপরিমান ঠান্ডা করে ভিতরের ফ্যান তা বাইরে বের করে দেয়। তাই এয়ার কুলার হতে পানির সমপরিমান ঠান্ডা বাতাস পাওয়া যায়।

নিচে ওয়ালটন এয়ার কুলার দাম 2023 দেওয়া হলো-

  • ওয়ালটন WEA-B168M মডেলটির দাম ৬১০০ টাকা।
  • ওয়ালটন WEA-J120C মডেলটির দাম ১৩০০০ টাকা।
  • ওয়ালটন WEA-V28R মডেলটির দাম ৭৮৫০ টাকা।
  • ওয়ালটন WEA-B128R মডেলটির দাম ৯৮৫০ টাকা।
  • ওয়ালটন WEA-D198R মডেলটির দাম ১১৯৫০ টাকা।
  • ওয়ালটন WEA-W18R মডেলটির দাম ১৪০০০ টাকা।

এয়ার কুলার এর সুবিধা

নিচে এয়ার কুলার এর সুবিধা দেওয়া হলো-

  • এয়ার কন্ডিশনারগুলির তুলনায় অনেক কম ব্যয়বহুল
  • কোনোরকম ইনস্টলেশনের ঝামেলা নেই
  • বাড়ির মধ্যে কম জায়গা দখল করে থাকে
  • এয়ার কুলার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায়
  • ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুলতে পারেন।

এয়ার কুলার এর অসুবিধা

নিচে এয়ার কুলার এর অসুবিধা দেওয়া হলো-

  • আর্দ্র অবস্থায় কাজ করে না
  • দুর্বল ভেন্টিলেশনে কাজ করতে ব্যর্থ হয়
  • এয়ার কন্ডিশনার এর মত শক্তিশালী নয়
  • হাঁপানি রোগীদের জন্য উপযুক্ত নয়
  • প্রতিদিন পানি বদলানোর ঝামেলা করতে হয়

 

এয়ার কুলার ব্যাবহারের নিয়ম

ওয়ালটন এয়ার কুলার দাম 2023
ওয়ালটন এয়ার কুলার দাম 2023

নিচে এএয়ার কুলার ব্যাবহারের নিয়ম দেওয়া হলো-

  • কুলিং প্যাডগুলি পরিষ্কার করুন। ব্যবহারের সঙ্গে সঙ্গে প্যাডগুলি ধুলো সংগ্রহ করে। আপনি সপ্তাহে একবার প্যাড পরিষ্কার করার জন্য একটি ব্রাশ ব্যবহার করতে পারেন।
  • পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে এবং তাতে কোথাও কোনো ছিদ্র হয়েছে কিনা নিশ্চিত করে দেখাও গুরুত্বপূর্ণ।
  • আর্দ্রতা বাইরে ঠেলে ঘরে বায়ুচলাচল তৈরি করাও গুরুত্বপূর্ণ। এটি করার জন্য,ঘরের জানালা খুলতে হবে। এগুলো যাতে খুব বেশি চওড়া না হয় সেদিকে খেয়াল রাখুন। কারণ জানালা বেশি বড় হলে ঘরের তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুনঃ স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম 2023

শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ স্থায়ীভাবে ওয়ালটন এয়ার কুলার দাম 2023 জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

 

error: Content is protected !!