nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম 2023

Rate this post

আপনারা অনেকেই nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম তা জানেন না আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম

nid হচ্ছে একজন ব্যক্তির জাতীয়তার পরিচয়। যেকোনো কাজের জন্য nid হচ্ছে খুবই গুরুতবপুর্ন একটি জিনিস। বর্তমানে nid দিয়ে প্রাতিষ্ঠানিক এবং অনলাইন ভিত্তিক থেকে শুরু করে সকল ধরনের সরকারি বেসরকারি কাজে এর প্রয়োজন অত্যাধিক। nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম? তাই বর্তমানে সিম কেনার ক্ষেত্রেও nid এর প্রয়োজন হয়। কিন্তু অনেকেই একই সিম দিয়ে বিভিন্ন সিম রেজিস্ট্রেশন করে থাকে। কিন্তু অনেকেই ভুলে যায় যে সে তার এন আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা জানার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন তারপর *16001# এই কোডটি ডায়াল করবেন। এরপর NID নম্বরের শেষ ৪ ডিজিট লিখে Send/Reply করুন। nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম? ফিরতি মেসেজে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন। সিম নিবন্ধনের তথ্য সহ SMS টি ১৬০০১ এই নাম্বার থেকে পাঠানো হবে। এসএমএস এর মধ্যে উল্লেখ থাকবে উত্তর জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। কোন অপারেটর সিম কয়টি এবং সকল সিমের নাম্বার (আংশিক)

নিচে nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম দেওয়া হলো-

  • প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬০০১# ডায়াল করুন;
  • তারপর আপনার সামনে PLZ enter last 4 digit of your ID লেখা একটি অপশন আসবে সেখানে আপনার আইডি কার্ডের শেষের ৪ ডিজিট (5461) লিখে সেন্ড করে দিন;
  • অথবা সরাসরি *16001*Last-4-digit-of-NID# লিখে সেন্ড করে দিন;
  • ফিরতি মেসেজে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে।

কখনো যদি আপনার সিম হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে সেই সিম বন্ধ করতে বা পুনরায় উত্তোলন করতে প্রয়োজন হবে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তার তথ্য। হারানো সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা ছিল তাহলে আপনার অন্য একটি মোবাইল নাম্বার থেকে উপরোক্ত নিয়মে সম্ভাব্য আইডি কার্ডের শেষের চার ডিজিট লিখে চেষ্টা করে দেখুন। রিপ্লাই মেসেজের লিস্টে সেই সিম নাম্বারের তথ্য থাকলে পরবর্তীতে সেই আইডি কার্ড দিয়ে সিম উত্তোলন করতে পারবেন।

সিম কার নামে নিবন্ধন চেক করার কোড

সিম কার নামে নিবন্ধন করা সেটি চেক করার জন্য *১৬০০১# এই কোড ব্যবহার করতে হয়।

আপনার NID দিয়ে অন্য কোনো ব্যাক্তির সিম নিবন্ধন করা আছে কিনা সেটা সহজে যাচাই করে দেখতে পারবেন। অন্য কারো সিম আপনার নামে নিবন্ধন করা থাকলে উক্ত সিম কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নিবন্ধন বাতিল করতে পারবেন। মোবাইল নাম্বারটি যদি ০১২৫৯৮৫৪৭৫৮ হয় তাহলে সেটি ০১২*****৭৫৮ এভাবে দেখাবে। নিরাপত্তা বজায় রাখার জন্য এরকমটি করা হয়। যদি নাম্বারগুলো আপনি নিবন্ধন করে থাকেন তাহলে অবশ্যই নাম্বারের প্রথম এবং শেষের সংখ্যা দেখে তা বুঝতে পারার কথা।

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

সিম মানে হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, যাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় সিম বলে জেনে থাকি। সঠিক ভাবে বললে বলতে পারি বর্তমানে একটি সিম একজন গ্রাহকের আইডেন্টি স্বরূপ বা পরিচিতি শুরুপ কাজ করে। অনেকসময় দেখা যায় যে আরেক জনের এন আইডি দিয়ে আরেকজনের সিম রেজিস্ট্রেশন করা হয়। যার ফলে পড়তে হয় বিভিন্ন ধরনের সমস্যায়।


ফলে আপনার কাছে থাকা নম্বরগুলো ব্যতীত অন্যান্য নম্বরগুলো আপনার জন্য অবাঞ্চিত এবং আপনাকে যেকোন সময় বিপদে ফেলতে পারে। সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম অনেক সহজ। তাই আপনারা চাইলে টেলিকম অপারেটর সেগুলোর মধ্য থেকে আপনার কাছে থাকা সিমগুলো ব্যতীত বাকি নম্বরগুলো বাতিল করে দেয়ার জন্য অনুরোধ করুন। টেলিকম কাস্টমার কেয়ার সার্ভিস অফিসার আপনার দেয়া নাম্বার গুলো রেখে বাকি নম্বরগুলো আপনার নাম থেকে ডিলিট করে দিবে।

আরও পড়ুনঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে 2023

শেষ কথা

nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম
nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখার নিয়ম জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

 

error: Content is protected !!